আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। বাসটির তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২২ যাত্রী।
নিহত একজন হলেন বাসের সুপারভাইজার সোহাগ। অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।
আহত ব্যক্তিদের কুমিল্লার একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Read More News
পুলিশ সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে আলেখারচর বাইপাস এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশ লাশ ও গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
CoinWan Latest Banlga Newspaper