প্রকৃত অপরাধীদের ধরছে না ‘আইনশৃঙ্খলা বাহিনী’

আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকৃত অপরাধীদের ধরছে না ধরছে বিএনপির নেতাকর্মী।

খালেদা জিয়া বলেন, সাঁড়াশি অভিযানের নামে ১৬ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে তিন হাজারের বেশি মানুষ বিএনপির নেতাকর্মী। পবিত্র এই ঈদের দিনটি তাদের জেলে কাটাতে হচ্ছে।

তিনি বলেন, সরকারদলীয় দু-একজন অপরাধীকে ধরা হলেও পরে আবার ছেড়ে দেওয়া হচ্ছে।
Read More News

খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপানসহ বিভিন্নি দেশের প্রায় ২৫ জন কূটনীতিক ও দাতাসংস্থার প্রতিনিধিরা। এর পরে বিশিষ্ট নাগরিকরা খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির চেয়ারপারসন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *