জাকির নায়েক ও তার টিভি চ্যানেল পিস টিভির বিরুদ্ধে যেকোনো ধরনের পদক্ষেপের পরিণতি বেশ ভয়াবহ ও মারাত্মক হবে বলে হুশিয়ারি দেন কাশ্মীরের স্বাধীনতাকামী রাজনৈতিক গোষ্ঠীটির চেয়ারম্যান সৈয়দ আলী গিলানি।
কাশ্মীর উপত্যকার শ্রীনগরের প্রেস এনক্লেভে প্রতিবাদ সমাবেশ করেছে জাকির নায়েকের বেশ কিছু সমর্থক। এ সময় তাদের নেতার বিরুদ্ধে যেকোনো ধরনের ব্যবস্থার পরিণতি ভালো হবে না হুশিয়ারি দেন তারা। সমাবেশের আয়োজকদের একজন মোহাম্মদ আমির বলেন, টিভিতে জাকির নায়েক বক্তব্য প্রচার বা তার টিভি চ্যানেল নিষিদ্ধের উদ্যোগের পরিণতি বেশ ভয়ানক হবে।
Read More News
সৈয়দ আলী গিলানি জাকির নায়েককে ইসলামের প্রকৃত বার্তার প্রচারক ও শিক্ষক বলে বর্ণনা করেন। ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠী ইসলামের বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধ শুরু করেছে। পিস টিভি সারা বিশ্বে সবচেয়ে বেশি মানুষ দেখে থাকে। তাই তিনি হুশিয়ারি দিয়ে বলেন, পিস টিভি বা জাকির নায়েককে ক্ষতি করার কোনো প্রচেষ্টা কাশ্মীরে জোরালো প্রতিক্রিয়া রাখবে।
ভারত সরকার ইতোমধ্যে দেশটিতে পিস টিভির সম্প্রচার নিষিদ্ধ করেছে। সেইসঙ্গে জাকির নায়েকের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে তদন্ত শুরুরও নির্দেশ দিয়েছে দেশটি।
CoinWan Latest Banlga Newspaper