মঙ্গলবার দুপুর আড়াইটায় ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ী এলাকায় অবস্থিত নর্থস এগ লিমিটেডের কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, গোয়েন্দা সংস্থার ব্যর্থতায় রাজধানীর গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা হয়েছে।
এরশাদ বলেন, দেশে যে সন্ত্রাসের বিস্তার ঘটছে আমি প্রস্তাব দিয়ে ছিলাম সবাই মিলে আলোচনা করি। যারা সুষ্ঠু রাজনীতি করে, ভাঙচুরের রাজনীতি করে না, সন্ত্রাসের রাজনীতি করে না। সেই সব দলকে নিয়ে আলোচনা করি। আমরা আলোচনা করলেও কাজটি সরকারকেই করতে হবে।
Read More News
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, প্রশাসন ফেল করেছে তা না হলে গুলশানের মতো এলাকায় অস্ত্রসহ এত লোক ঢুকে কী করে। গোয়েন্দা সংস্থা ফেল করেছে। গোয়েন্দা সংস্থার ব্যর্থতায় রাজধানীর গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা হয়েছে।
CoinWan Latest Banlga Newspaper