বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদার

মঙ্গলবার বিমানবন্দরের নিরাপত্তা বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সঙ্গে বৈঠকের পর মন্ত্রী জানান, দেশের সব বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে, তবে এটা রেড অ্যালার্ট নয়।

তিনি বলেন, সরকার বিমান চলাচলে নিরাপত্তার বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দরের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এটাকে আমরা রেড অ্যালার্ট বলি না।
Read More News

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য, জার্মানি ও অস্ট্রেলিয়ায় সরাসরি কার্গো ফ্লাইট পরিবহনে নিষেধাজ্ঞা কবে নাগাদ উঠতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, কার্গো ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এসব বিষয় কূটনৈতিক পর্যায়ে আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিমান চলাচল কর্তৃপক্ষ সাতটি দেশের কূটনীতিকদের সঙ্গে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা বিষয়ে বৈঠক করবে। এ ছাড়া বিদেশে বাংলাদেশের সব দূতাবাসকেও বিমানবন্দরের নিরাপত্তা বিষয়ে সবাইকে নিশ্চয়তা দেয়ার কথা বলার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *