বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস। আমেরিকা থেকে প্রকাশিত এই প্রভাবশালী ম্যাগাজিনটি প্রতি বছরেই বিভিন্ন ক্ষেত্র থেকে একশ তারকার তালিকা তৈরি করে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের তারকারা তাদের উপার্জন ও পুঁজি দিয়ে জায়গা করে নেন দাপুটে এই ম্যাগাজিনটিতে। প্রতি বছরের মত এবারও বিশ্বের একশ জন তারকার পারিশ্রমিক আর পুঁজির উপর তালিকা তৈরি করেছে ফোর্বস। যেখানে স্থান করে নিয়েছেন বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও অক্ষয় কুমার।
ফোর্বস ম্যাগাজিন-এর শীর্ষ একশো তারকার তালিকায় প্রথম স্থান অর্জন করেন আমেরিকান সঙ্গীতশিল্পী টেইলর সুইফট। ১৭০ মিলিয়ন ডলার আয় করে তিনি ২০১৬ সালে ফোর্বস ম্যাগাজিনে শীর্ষস্থানটি অর্জন করলেন। অন্যদিকে বলিউড থেকে শুধুমাত্র জায়গা পেয়েছেন দুই তারকা। ৩৩ মিলিয়ন ডলার আয় করে ৮৬তম স্থানে আছেন শাহরুখ খান এবং ৩১.৫ মিলিয়ন ডলার আয় করে ৯৪তম স্থানে আছেন অক্ষয় কুমার।
Read More News
শাহরুখ খানের জায়গা পাওয়া প্রসঙ্গে বক্স অফিসে শাহরুখের দাপটের কথায় তুলে ধরেন ফোর্বস কর্তৃপক্ষ। যদিও তার অভিনীত সর্বশেষ দুটো ছবি দিলওয়ালে ও ফ্যান খুব একটা দাপট দেখাতে পারেনি। উল্টো ফ্যান ছবিটি খোদ ভারতেই ফ্লপ হয়েছে।
তবে অক্ষয়ের জায়গা পাওয়াটা নতুন কোনো ঘটনা নয়। গত বছরেও ফোর্বস ম্যাগাজিনের মতে পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে ৭৬তম স্থানে ছিলেন এই বলি তারকা। তার সম্পর্কে বলা হয়, বলিউডের সবচেয়ে ব্যস্ততম অভিনেতা অক্ষয়। এছাড়া তার প্রায় সব সিনেমায় মোটামোটি বক্স অফিসে হিট খেতাব পায়।
CoinWan Latest Banlga Newspaper