বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় ঐক্যের আহবানকে কার্যকর করতে বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় গুলশান কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে এ তথ্য জানা যায়।
Read More News

দেশের বর্তমান সংকট মোকাবিলায় ঐক্যের কোনো বিকল্প নেই। তাই বিএনপির চেয়ারপারসন জাতীয় ঐক্যের আহবান জানিয়েছেন। আর এ আহবানকে কার্যকর করতে আগামীকাল রাতে দেশের বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্টজনের সঙ্গে আলোচনায় বসবেন চেয়ারপারসন।

আজ রাতে দুটি বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথমে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে এবং পরে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।

আজ রাতের এ বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জঙ্গিবাদ মোকাবিলা এবং জাতীয় ঐক্য সৃষ্টির ক্ষেত্রে বিএনপির করণীয় কী হবে, সে বিষয়ে আলোচনা হতে পারে বলে জানান বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *