বুধবার দুপুরে গণভবনে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর বিভিন্ন পেশার মানুষের সঙ্গে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, বাংলার মাটিতে জঙ্গি সন্ত্রাসীদের ঠাঁই নাই । আওয়ামী লীগ সরকার বাংলাদেশে জঙ্গিবাদের স্থান হতে দেবে না।
গুলশান ও শোলাকিয়ার ঘটনা দেশের জন্য লজ্জাজনক।
প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, সমাজসেবক, ব্যবসায়ী, সাংবাদিক সবাইকে জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। জঙ্গি হামলা করে বাঙালি জাতিকে বিশ্বের সামনে হেয় করছে, ইসলামকেও হেয় করছে। পবিত্র ধর্ম ইসলামকে হেয় করবে তা বরদাশত করবো না।
Read More News
তিনি বলেন, নিরীহ মানুষ হত্যা করা মহাপাপ। যারা এটা করছে জনগণের ঘৃণা ছাড়া আর কিছু পাবে না।
অভিভাবক ও শিক্ষকদের সচেতন হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, হামলায় জড়িতরা নামীদামি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের ছাত্র। উচ্চবিত্ত পরিবারের সন্তান। তাদের কোনো চাহিদা অপূরণীয় নেই। তারপরও কেন জঘন্য পথে পা বাড়াল? নিজের সন্তানের প্রতি বাবা-মাকে খেয়াল রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, সবার শান্তি-নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি মনে করি আমাদের মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, প্রশাসনে যারা কর্মরত, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার সবাইকে জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।