বলিউড তারকা কারিনা কাপুরের মা হতে যাওয়ার শুধু অপেক্ষার প্রহর। এই মুহূর্তে আগ্রহের জায়গা হয়ে দাঁড়িয়েছে সন্তান কি ছেলে নাকি মেয়ে হবে।
সম্প্রতি লন্ডনে গিয়ে ডাক্তারি পরীক্ষার পর মা হতে যাওয়ার খবর নিশ্চিত করে চিকিৎসক জানিয়েছেন, তিনি ছেলে সন্তানের মা হতে চলেছেন। আর এজন্য গর্ভস্থ ভ্রুণের সেক্স ডিটারমিনেটশন টেস্ট করিয়েছেন কারিনা। যদিও তা গুজব না সত্যি, তা নিয়ে মুখ খোলেননি সাইফ-কারিনার কেউই।
Read More News
এর আগে বেশ ঘটা করেই সন্তানের বাবা হতে যাওয়ার খবরটা দিয়েছিলেন সাইফ। সাংবাদিকদের তিনি বলেছিলেন, আমি আর আমার স্ত্রী আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামী ডিসেম্বরেই আমাদের একটি সন্তান আসতে যাচ্ছে।
CoinWan Latest Banlga Newspaper