ব্যাংক ও অন্যান্য সরকারি অফিসের মতো পুঁজিবাজারও খোলা থাকবে আগামীকাল শনিবার। এদিন ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ মোতাবেক ৪ জুলাই ২০১৬ তারিখ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তাই ৪ জুলাই, রবিবারের পরিবর্তে ১৬ জুলাই, শনিবার ডিএসই-সিএসই খোলা থাকবে ও যথানিয়মে লেনদেন চলবে।
Read More News
এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মুখপাত্র ও জনসংযোগ বিভাগের প্রধান শফিকুর রহমান বলেন, সরকারি অফিস ও ব্যাংকের সঙ্গে সঙ্গতি রেখে শনিবার পুঁজিবাজার খোলা থাকবে ও স্বাভাবিক লেনদেন কার্যক্রম চলবে।
এদিন সকাল সাড়ে ৯টায় ডিএসইর অফিসিয়াল কার্যক্রম শুরু হয়ে শেষ হবে বিকাল সাড়ে ৫টায়। আর লেনদেন শুরু হবে সকাল সাড়ে ১০টায়, চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।
CoinWan Latest Banlga Newspaper