শনিবার বিকেলে লক্ষ্মীপুরে টর্নেডোর আঘাতে ৫ গ্রামের অন্তত ২২ টি ঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে। এসময় দুই শতাধিক গাছপালা ভেঙ্গে গেছে। পৌর শহরের পূর্ব নন্দনপুর, গোপিনাথপুর, বাঞ্চানগর, সদর উপজেলার দালাল বাজার, ও দক্ষিণ হামছাদী গ্রামে এ ঘটনা ঘটে।
Read More News
বিকেল ৩ টার দিকে দালাল বাজার খোয়া সাগর দিঘির আশে পাশের আকাশ মেঘাচ্ছন্ন দেখতে পান। হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে টর্নেডো আঘাত হানে। ৩০ সেকেন্ড স্থায়ী হয় এ টর্ণোডো। এসময় ৫ গ্রামের অন্তত ২২ টি কাঁচা ঘর বাড়ি, পানি উন্নয়ন বোর্ডের সীমানা প্রাচীর আংশিক বিধ্বস্থ হয়। ছোট বড় দুই শতাধিক গাছপালা উপড়ে যায়। ক্ষতিগ্রস্থদের ত্রান সামগ্রী দিতে তালিকা তৈরি করা হচ্ছে।