শনিবার বিকেলে লক্ষ্মীপুরে টর্নেডোর আঘাতে ৫ গ্রামের অন্তত ২২ টি ঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে। এসময় দুই শতাধিক গাছপালা ভেঙ্গে গেছে। পৌর শহরের পূর্ব নন্দনপুর, গোপিনাথপুর, বাঞ্চানগর, সদর উপজেলার দালাল বাজার, ও দক্ষিণ হামছাদী গ্রামে এ ঘটনা ঘটে।
Read More News
বিকেল ৩ টার দিকে দালাল বাজার খোয়া সাগর দিঘির আশে পাশের আকাশ মেঘাচ্ছন্ন দেখতে পান। হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে টর্নেডো আঘাত হানে। ৩০ সেকেন্ড স্থায়ী হয় এ টর্ণোডো। এসময় ৫ গ্রামের অন্তত ২২ টি কাঁচা ঘর বাড়ি, পানি উন্নয়ন বোর্ডের সীমানা প্রাচীর আংশিক বিধ্বস্থ হয়। ছোট বড় দুই শতাধিক গাছপালা উপড়ে যায়। ক্ষতিগ্রস্থদের ত্রান সামগ্রী দিতে তালিকা তৈরি করা হচ্ছে।
CoinWan Latest Banlga Newspaper