সম্প্রতি ভূমধ্যসাগরীয় দ্বীপ ইবিজায় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে দেখার জন্য দীর্ঘ এক কিলোমিটার সাঁতার কাটলেন ২৪ বছর বয়সী এক স্প্যানিশ যুবক।
মেসির ক্লাব প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের সমর্থক ওই যুবক। তবে মেসির মতো ফুটবলারকে কেউ পছন্দ করে না, এমন বলা মুশকিল। আর এ কারণেই মেসিকে কাছ থেকে এক নজর দেখার জন্য এক কিলোমিটার সাঁতরে পার করে দিলেন তিনি।
Read More News
তবে মেসি ও হতাশ করেননি তাকে। সাঁতরে আসার পর মেসি তাকে নিজের ব্যক্তিগত বোটে ২০ মিনিট সময় দেন। এসময় তার সঙ্গে গল্প করেন, সেলফি তোলেন এবং পাশাপাশি বোটে থাকা নিজেদের ফলের জুস পান করিয়ে তাকে আতিথিয়তা দেন। শুধু তাই নয়, স্পিডবোড দিয়ে ফেরতও পাঠিয়েছেন তাকে।
কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যান লিওনেল মেসি। বর্তমানে তিনি পরিবার নিয়ে ইবিজায় ছুটি কাটাচ্ছেন।
CoinWan Latest Banlga Newspaper