আজ বুধবার দুপুরে বুড়িগঙ্গা নদীতে মের্সাস রাবেয়া শিপিং কোম্পানির নতুন লঞ্চ ‘এমভি পারাবাত ১২’ এর উদ্বোধনী করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, আগামী ১৩ই আগস্ট নির্মাণাধীন পায়রা সমুদ্র বন্দরে, পদ্মা সেতুর পাথর বোঝাই জাহাজ ভিড়বে।
Read More News
একটি মাদার ভেসেল পায়রায় আসবে। লাইটারিং করে সেটা খালাস করা হবে। এছাড়া আগামী আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে আরো চারটি জাহাজ পায়রা বন্দরে আসবে।
নৌমন্ত্রী বলেন, পায়রা হবে চট্টগ্রামের পাশাপাশি আরেকটি সমুদ্র বন্দর। এখানে বড় বড় জাহাজ আসার সুযোগ রয়েছে। ২০১৮ সালের মধ্যে জেটিতে জাহাজ চলে আসবে। সরকারি দুইটি যাত্রীবাহী জাহাজ নির্মাণ করা হয়েছে। বরিশাল থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য আরও দুইটি উপকূলীয় জাহাজের নির্মাণ কাজ চলমান রয়েছে।
CoinWan Latest Banlga Newspaper