সোমালিয়ার রাজধানী মোগাদিশুর একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এর মধ্যে চার জঙ্গিও রয়েছে। এ ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আল-কায়দা সংশ্লিষ্ট স্থানীয় গোষ্ঠী আল-শাবাব।
দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি ও এপি এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর প্রাণকেন্দ্রে পর পর দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
Read More News
স্থানীয় পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম এপিকে জানান, ‘একটি বোমা হামলার ঘটনা ঘটেছে পিস গার্ডেনের (পার্ক) কাছে। অপরটি ঘটেছে এসওয়াইএল হোটেলের কাছে। আমি ১২ জনের মৃতদেহ পড়ে থাকতে দেখেছি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।’
পুলিশের আরেক কর্মকর্তা মোহাম্মদ অ্যাডন এএফপিকে জানান, এসওয়াইএল হোটেল প্রসিডেন্ট প্যালেসের খুব কাছেই। সেখানে গোলাগুলির শব্দও পাওয়া গেছে।
‘মনে হচ্ছে, কয়েক জঙ্গি আত্মঘাতীয় বোমা বিস্ফোরণের মাধ্যমে হামলার সূচনা করে। পরে গোলাগুলি শুরু হয়’ যোগ করেন পুলিশ কর্মকর্তা।
CoinWan Latest Banlga Newspaper