আজ বৃহস্পতিবার দুপুরে ফেনীর মিজান ময়দানে জেলা পুলিশ আয়োজিত জঙ্গিবাদবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, হতাশ আত্মকেন্দ্রিক যুবকরা জঙ্গিবাদীগোষ্ঠীর ফাঁদে পা দেয়, পরে তাদের মগজ ধোলাই করে তাদের বাড়ি ছাড়া করে।
তাই আমাদের সন্তানরা যেন বিপথগামী না হয় সেজন্য সবাইকে খেয়াল রাখতে হবে। সন্তানদের সময় দিতে হবে।
আইজিপি বলেন, শান্তির ধর্ম ইসলামকে ধংস করার জন্য জঙ্গিবাদ সৃষ্টি করে ইসলামকে সারা বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র করছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ।
Read More News
শহীদুল হক বলেন, কওমি মাদ্রাসা জঙ্গি সৃষ্টি করে এটা সত্য নয়, মাদ্রাসার ছাত্ররা জঙ্গি হয় না। গুলশান ও শোলকিয়া ঘটনায় নিহত ও আটকরা ইংরেরি মিডিয়ামের ছাত্র।
তিনি ইমামদের উদ্দেশে বলেন, জুমার আগের খুতবা বা বয়ান গুরুত্বপূর্ণ, তাই বয়ান ও খুতবায় জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলুন।
CoinWan Latest Banlga Newspaper