বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় পুলিশ অফিসার্স মেস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন,
Read More News
এসপি বাবুল চাকরিতে বহাল আছে। কিন্তু সে অফিসে আসেও না, আমাদের কিছু বলেও না। আমাদের সাথে যোগাযোগও করে না। সে কেন অফিসে আসে না, কেন যোগাযোগ করে না আমরা জানি না। সে (এসপি বাবুল) বলছে, সে মেন্টালি ডিপ্রেসড। চাকরি করার মতো তাঁর মানসিকতা নেই। এই কারণে সে আমাদের হেডকোয়ার্টারেও আসে না। কোনো অফিসারের সঙ্গে যোগাযোগও করে না। এভাবে অনুপস্থিত থাকলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
CoinWan Latest Banlga Newspaper