বরিশাল নগরীর কালুশা সড়ক এলাকায় নির্মম নির্যাতনের শিকার হয়েছে এক শিশু গৃহকর্মী। শিশুটির নাম মুক্তা (৯)। শুক্রবার সন্ধ্যার পর স্থানীয়দের সহায়তায় ওই নির্যাতিত শিশুটিকে উদ্ধার করে থানা পুলিশ। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন থাকায় পুলিশ তাৎক্ষণিক নির্যাতনকারী একই এলাকার বাসিন্দা নুরুল আহাদ রানাকে আটক করেছে। শিশুটি জানায় তার বাবা মাঝি। এছাড়া মায়ের নাম তাছলিমা সুরমা এবং বাড়ি ভোলা বলে পুলিশকে জানিয়েছে শিশুটি। কালুশাহ্ সড়কের বাসিন্দা মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান ছাবিদ জানান, শুক্রবার সন্ধ্যায় কালু সড়কের পাশে দাঁড়িয়ে কাঁদছিল শিশুটি। সে রিকশাওয়ালাদের যেদিক ইচ্ছে সেদিকে নিয়ে যাওয়ার আকুতি করছিল। কয়েকজন এসে তাকে বিষয়টি জানালে তিনি নিজে নির্মম নির্যাতনের রক্তাক্ত চিহ্ন দেখে পুলিশকে অবহিত করেন। ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালি মডেল থানার এসআই দেলোয়ার হোসেন জানান, দুবছর ধরে শিশুটি নুরুল আহাদ রানার বাসায় গৃহকর্মীর কাজ করছিল। বিভিন্ন সময় তাকে নির্যাতন করা হতো। এ ঘটনায় রানা এবং তার স্ত্রীকেও আসামি করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন।
Read More News
CoinWan Latest Banlga Newspaper