বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১০ আগস্ট নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার ২ নম্বর বিশেষ জজ হোসনে আরা বেগমের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানি ও খালেদা জিয়ার উপস্থিতির জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু নিরাপত্তার কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি বলে অভিযোগ গঠনের জন্য সময়ের আবেদন করেন তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া।
Read More News
শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে নতুন দিন নির্ধারণ করেন।
সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানান, ১০ আগস্ট খালেদা জিয়ার এ মামলাসহ আরো কয়েকটি মামলায় হাজিরের জন্য দিন রাখা হয়েছে। তাই ওই দিন তিনি সব মামলায় হাজিরা দেবেন।
CoinWan Latest Banlga Newspaper