গতকাল রোববার রাত সোয়া ১০টার দিকে জার্মানির বাভারিয়া রাজ্যের নুরেমবার্গ শহরে একটি উন্মুক্ত কনসার্টে বোমা বিস্ফোরণে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছে।
২৭ বছর বয়সী সিরিয়ার এক যুবক বোমা বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে হামলাকারী নিজেই নিহত হন এবং ১২ জন আহত হন।
বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারম্যান বলেন, উন্মুক্ত কনসার্টে ঢুকতে বাধা দেওয়া হলে ওই যুবক বোমার বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দেন। বিস্ফোরণের পর অনুষ্ঠানস্থলে থাকা আড়াই হাজার মানুষকে সরিয়ে দেওয়া হয়।
Read More News
জোয়াকিম হারম্যান আরো বলেন, সন্দেহভাজন হামলাকারী দুই বছর আগে জার্মানিতে ঢোকেন। গত বছর তাঁর অভিবাসনের আবেদন বাতিল করা হয়েছিল। পরে তাঁকে সাময়িকভাবে জার্মানিতে থাকার সুযোগ দেওয়া হয় এবং থাকার জন্য একটি অ্যাপার্টমেন্ট ব্যবস্থা করে দেওয়া হয়।
গত এক সপ্তাহের মধ্যে এটি জার্মানিতে তৃতীয় হামলা। এর আগে গত শুক্রবার বাভারিয়া রাজ্যের মিউনিখ শহরের এক বন্দুকধারীর গুলিতে নয়জন নিহত হয়। এর আগে ট্রেনে ধারালো অস্ত্রের হামলায় কয়েকজন আহত হয়। উভয় ঘটনায়ই হামলাকারী নিজেও নিহত হয়।
CoinWan Latest Banlga Newspaper