সোমবার বেলা ৩টা ৫৩ মিনিটে অনানুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হল পটুয়াখালীর পায়রা বন্দরের। চীন থেকে আসা বাণিজ্যিক জাহাজ এমভি ফরচুন বার্ড নামের জাহাজটি ৫৩ হাজার টন পাথর নিয়ে পায়রা বন্দরের এসে পৌঁছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি গত ২৯ জুলাই চীন থেকে রওয়ানা হয়ে বন্দরের রামনাবাদ চ্যানেলে নোঙর করে।
জাহাজ থেকে পণ্য খালাস করার জন্য লাইটার জাহাজ পায়রা ৬, বাংলার সৈনিক ও দিশারি ৬ পাঠানো হয়েছে। অবশ্য সাগর উত্তাল থাকায় পণ্য খালাস হয়নি ।
Read More News
জাহাজে থাকা আমদানিকৃত ৫৩ হাজার পাথরের পুরোটাই ক্র্যাশিং স্টোন যার বেশিরভাগই পদ্মা সেতু নির্মাণে ব্যবহার হবে। আরও কয়েকটি বিদেশি জাহাজ পণ্য নিয়ে কয়েকদিনের মধ্যে পায়রা বন্দরে পৌঁছুবে বলে জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।
CoinWan Latest Banlga Newspaper