ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনির অভিনীত ‘রক্ত’র টিজার প্রকাশিত হলো। এর প্রায় পুরোটা জুড়েই মারামারির দৃশ্যে দেখা গেলো তাকে।
এর মধ্যে আলাদাভাবে নজর কেড়েছে তার গোসল করা নগ্ন পীঠস্থান দেখানো। সাম্প্রতিক সময়ে ঢালিউডের অভিনেত্রীদের মধ্যে এমন দৃশ্যে অংশ নেওয়ার ঘটনা বিরল।
Read More News
সুমন পরিচালিত ছবিটির ট্যাগলাইন ‘ফাইট ফর ব্লাড’। সোমবার (১ আগস্ট) রাত ৮টায় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে টিজারটি উন্মুক্ত করা হয়।
এ ছবিতে পরীমনির সঙ্গে জুটি বেঁধেছেন নবাগত রোশন। এ ছাড়া আছেন অমিত হাসান, ভারতের আশীষ বিদ্যার্থীসহ অনেকে। সংগীত পরিচালনা করেছেন স্যাভি ও আকাশ। ‘রক্ত’ মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়।
CoinWan Latest Banlga Newspaper