নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ জানান, গত রাতে রাজধানী থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।
গুলশান হামলার পর তাদের জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়। পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হলেও পরিবারের সদস্যরা জানান, তারা ফিরে আসেননি।
Read More News
পুলিশ কর্মকর্তা জানান, গুলশান আড়ংয়ের সামনের রাস্তা থেকে বুধবার সন্ধ্যা ৭টায় হাসনাতকে গ্রেফতার করা হয়। এরপর রাত ৯টার দিকে তাহমিদকে রাজধানীর একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার আজ দু’জনকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ।
CoinWan Latest Banlga Newspaper