বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় রিজাল ব্যাংকের জুপিটার স্ট্রিট শাখার সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে গ্রেফতার করেছে ফিলিপাইন পুলিশ।
বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ টাকা চুরির পর পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি সুপারমার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ পাচারের ঘটনায় ব্যাংকের নীতিমালা ভঙ্গ ও ভুয়া নথি তৈরিতে জড়িত থাকার অভিযোগে একটি মামলা করেন আরসিবিসির সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জ তান।
Read More News
এর আগে একই অভিযোগে গত মার্চ মাসে আরসিবিসির মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো ও সহকারী ব্যবস্থাপক অ্যাঞ্জেলা তেরেসকে বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ।
CoinWan Latest Banlga Newspaper