এশিয়া কাপ টি-টোয়েন্টি ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মতো দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করেছে বাংলাদেশ। তরুণদের বিশ্বকাপে অংশ নেওয়া ইংল্যান্ড সেই আসর বাংলাদেশের সফলভাবে আয়োজনের বিষয়টি বিবেচনায় রেখেছে।
বুধবার তিন দিনের সফরে বাংলাদেশে আসা ইংল্যান্ডের তিন সদস্যের নিরাপত্তা দল বৃহস্পতিবার বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের অন্যতম ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন। দলের সদস্য ইসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক জন কার জানালেন, তাদের সফর পু্রোপুরি রুটিন কাজ।
Read More News
বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র সচিব মো. মোজাম্মেল হক খানের সঙ্গে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল বৈঠক করে। এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছিলেন।
বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান বলেন, ইসিবি প্রতিনিধি দল জানতে এসেছেন বাংলাদেশে ম্যাচ হওয়ার পরিবেশ আছে কিনা। আমরা যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি তা জানিয়েছি। কী ধরনের পদক্ষেপ নিয়েছি, তা তাদের কাছে উপস্থাপন করা হয়েছে। তাতে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
CoinWan Latest Banlga Newspaper