রিশার বাবা-মাও অবরোধ কর্মসূচিতে

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজধানীর কাকরাইল মোড়ে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশার বাবা-মাও অবরোধ কর্মসূচিতে অংশ নেন।

রিশার হত্যাকারীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছে সেখানে রিশার বাবা-মাও অবরোধ কর্মসূচিতে অংশ নেন।

বেলা ১১টার পর থেকেই কাকরাইল মোড়ে সড়ক অবরোধ কর্মসূচিতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। দুপুর ১টার পর সড়ক অবরোধের কারণে ওই এলাকাসহ আশপাশের সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
Read More News

২টার দিকে রিশার বাবা মো. রমজান আলী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর উপস্থিত শিক্ষার্থীরা তাঁকে পানি ও বাতাস দিয়ে স্বাভাবিক রাখার চেষ্টা করে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বেলা আড়াইটার দিকে রাস্তা থেকে সরে যায়। তারা আগামীকালও তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ওবায়দুলকে গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়েছে।

রাজধানীর কাকরাইলে ২৪ আগস্ট উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে এই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে ছুরিকাঘাত করে ওবায়দুল খান।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সকাল সাড়ে ৮টার দিকে রিশার মৃত্যু হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *