ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট মিচেল তেমার

ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন অস্থায়ী প্রেসিডেন্ট মিচেল তেমের। আগামী ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি এই পদে থেকে দায়িত্ব পালনের সুযোগ পাবেন।

বুধবার ভোটাভুটিতে ২০ জন সিনেটর প্রেসিডেন্ট রৌসেফের পক্ষে এবং ৬১ জন বিপক্ষে ভোট দেয়। আর এতে বিদায় নিশ্চিত হয় ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্টের। একই সঙ্গে দেশটিতে বামপন্থি ওয়ার্কার্স পার্টির টানা ১৩ বছরের শাসনের অবসান হয়।

চলতি বছরের মে মাসে রৌসেফ বরখাস্ত হওয়ার পর থেকে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন রৌসেফ সরকারের সাবেক ভাইস প্রেসিডেন্ট তেমের।
Read More News

শপথ নেওয়ার পর টেলিভিশনে সম্প্রচারিত জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে অর্থনীতি পুনরুদ্ধার ও ১১ শতাংশ বেকারত্ব মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন দিতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন। একই সঙ্গে ক্ষমতায় তার উপস্থিতি নতুন যুগের সৃষ্টি করবে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *