শনিবার দুপুরে পুলিশ লাইন মাঠে কমিউনিটি পুলিশিং এবং জঙ্গিবাদবিরোধী মহাসমাবেশে আইজিপি বলেন, জঙ্গিরা গ্রেপ্তার হতে চায় না, তারা আত্মঘাতী।
আইজিপি বলেন, পৃথিবীর সব দেশে জঙ্গিদের সরাসরি ক্রসফায়ার করা হয়। তবে বাংলাদেশে জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়। কিন্তু জঙ্গিরা গ্রেপ্তার হতে চায় না। তারা আত্মঘাতী। তাদের মিশন হয় মারব, না হয় মরব। আর এ জন্যই তারা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়াচ্ছে, মারা পড়ছে।
Read More News
এ কে এম শহীদুল হক বলেন, কল্যাণপুর ও নারায়ণগঞ্জে আমরা জঙ্গিদের অনেক সময় দিয়েছি। কিন্তু তারা আত্মসমর্থন করেনি। উল্টো পুলিশকে বোমা মেরেছে, গুলি করেছে। পরে বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে অপারেশন চালাতে হয়েছে। এতে পুলিশেরও ক্ষয়-ক্ষতি হয়েছে।
তিনি বলেন, জঙ্গিদের গ্রেপ্তার করা সহজ বিষয় না। তারা আত্মঘাতী, তারা মেন্টালি মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। তারা নিজেরাই বলে, আমরা মরব, জান্নাতে যাব, যাদের মারব তারা জাহান্নামে যাবে। তারা কখনো আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিজেকে ধরা দিতে চায় না। তাদের কাছে বোমা আছে, আগ্নেয়াস্ত্র আছে, ধারালো অস্ত্র আছে। তাদের আদর দিয়ে গ্রেপ্তার করা যায় না।
পুলিশের মহাপরিদর্শক বলেন, জঙ্গিরা দেশের অগ্রগতিতে বাধা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হবে না, আমরা জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি। এই দেশকে জঙ্গিদের দেশ করতে দেওয়া হবে না, অকার্যকর করতে দেওয়া হবে না। এই দেশকে নিরাপদ, উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব।
CoinWan Latest Banlga Newspaper