দৌলতদিয়ার দুটি ফেরিঘাট বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাটে ফেরি পারের অপেক্ষায় রয়েছে সাড়ে ৬ শতাধিক গাড়ি। পদ্মার তীব্র স্রোত ও ভাঙনের কারণে ফেরিঘাট বন্ধ রয়েছে।
দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে দুই ও তিন নম্বর ঘাটের মেরামতের কাজ চলছে। ফলে গাড়ির বাড়তি চাপ পড়েছে অপর দুই ঘাটে। এতে নদী পার হতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। এ ঘাটে গরুসহ বিভিন্ন পণ্যবাহী দুই শতাধিকের বেশী ট্রাকসহ পাঁচ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে।
Read More News
অপরদিকে, পাটুরিয়া ঘাটে পণ্যবাহী দেড় শতাধিক ট্রাক পারের অপেক্ষায় রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক।
CoinWan Latest Banlga Newspaper