গত ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলায় নিহতদের স্মরণ অনুষ্ঠানে হিলারি অসুস্থ হয়ে পরেন। হিলারির অসুস্থ হওয়ার বিষয়টি মার্কিন নির্বাচনে রাজনৈতিক পরিমণ্ডলে জায়গা করে নেয়।
হিলারি ও ট্রাম্প দুজনই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রার্থী। স্বাস্থ্যবিষয়ক তথ্য প্রকাশের ব্যাপারে চাপ রয়েছে তাঁদের ওপর।
Read More News
হিলারি ক্লিনটন সুস্থ আছেন এবং মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকরা।
হিলারির নির্বাচনী প্রচারের পক্ষ থেকে একটি বিবৃতিতে সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডেমোক্রেটিক দল থেকে মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থীর নিউমোনিয়া শনাক্ত করার পর তাঁর উন্নতি হচ্ছে।
এদিকে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দল থেকে মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও তাঁর স্বাস্থ্যবিষয়ক তথ্য প্রকাশ করেছেন। হিলারি ক্লিনটনের সহকারীরা জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি নির্বাচনী প্রচারে ফিরবেন।
CoinWan Latest Banlga Newspaper