রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার তিন নারী জঙ্গিকে রোববার (০৯ অক্টোবর) আদালতে হাজির করা হবে।
তিন নারী জঙ্গি হলেন, তানভির কাদেরি ওরফে আবদুল করিমের স্ত্রী আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা, গুলশান হামলার অপারেশনাল কমান্ডার নুরুল ইসলাম মারজানের স্ত্রী আফরিন ওরফে প্রিয়তি এবং জঙ্গি বাসারুজ্জামানের স্ত্রী শায়লা আফরিন।
তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হতে পারে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
Read More News
আহত এই তিন নারী জঙ্গি সদস্য গত ১০ সেপ্টেম্বর থেকে ০৮ অক্টোবর পর্যন্ত ২৯ দিন আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কেবিন ব্লকে চিকিৎসাধীন ছিলেন।
সুস্থ হওয়ার পর শনিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢামেক হাসপাতাল থেকে এই তিনজনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর পুরান ঢাকার আজিমপুরে বিজিবি-২ নম্বর গেটের সামনে একটি বাসার দ্বিতীয় তলায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে নিউ জেএমির সমন্বয়ক তানভির কাদেরি নিহত হন। ওই আস্তানা থেকে তিন নারী জঙ্গিকে আহত অবস্থায় গ্রেফতার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ।
CoinWan Latest Banlga Newspaper