করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে আলোচনার শেষ নেই। রণবীরের সঙ্গে ঐশ্বরিয়ার রসায়ন নিয়ে তুমুল আলোচনা হলেও এ ব্যাপারে মুখ বন্ধ রেখেছেন অমিতাভ। আর সাম্প্রতিক ভাইরাল হয়ে ওঠা ফটোশুটটি নিয়ে নাকি বেশ ক্ষিপ্ত পারিবার।
সাম্প্রতিক ফটোশুটটি নিয়ে মনঃক্ষুণ্ণ অমিতাভ বচ্চন। ছবিটির মধ্যে যে ঘনিষ্ঠ দৃশ্যগুলোয় রণবীর-ঐশ্বরিয়া এসেছেন, সেগুলো পরিবারের কেউই ভালোভাবে নিতে পারেননি। যদিও এই বিষয় নিয়ে তাঁরা কিছুই বলবেন না বা প্রতিক্রিয়া দেখাবেন না, কারণ করণ জোহর তাঁদের পারিবারিক বন্ধু। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে ঐশ্বরিয়ার এমন উপস্থাপনা তাঁদের কাছে সমীচীন মনে হয়নি।
Read More News
২৮ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।

CoinWan Latest Banlga Newspaper