অভিষেক টেস্ট খেলতে নেমেছিলেন মেহেদি হাসান মিরাজ। আশা ছিল মোটামুটি ভালো কিছু করার। সেই তিনিই এতটা সাফল্য পাবেন, তা মোটেও ভাবেননি। ইংল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেওয়ার দারুণ এই কীর্তি গড়ে উচ্ছ্বাস ঝরে পড়েছে এই তরুণ অলরাউন্ডারের কণ্ঠে।
বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সপ্তম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেকে পাঁচ বা তাঁর চেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েন মিরাজ। অবশ্য এঁদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ।
Read More News
নিজের পারফরম্যান্সে দারুণ খুশি মিরাজ। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিষেকের পর দলে নিজের জায়গা তৈরি করে নেওয়ার জন্য একটা ভালো পারফরম্যান্স প্রয়োজন ছিল আমার। আমার লক্ষ্য ছিল মোটামুটি মানের ভালো কিছু করা। দুই-তিন উইকেট নেওয়া এবং ২০-৩০ রান করা এ রকম কিছু। কিন্তু এতটা সাফল্য পাব তা স্বপ্নেও ভাবিনি।
CoinWan Latest Banlga Newspaper