মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন। জয়ী ঘোষণা করলো ডোনাল্ড ট্রাম্প শিবির। ট্রাম্পের নির্বাচনী শিবিরের পরিচালক লেইনি বাঞ্জাটার এই জয় ঘোষণা করেন।
Read More News
লেইনি বাঞ্জাটার বলেন, আমরা ‘ওভার কনফিডেন্ট’ নই। কিন্তু আমরা এবার জয় ঘোষণা করছি। ফ্লোরিডায় জিতেছি। নর্থ ক্যারোলিনায়ও জিততে যাচ্ছি। ওহিওতে জিতেছি। যেটা আমাদের জেতার দরকার ছিল। ট্রাম্প পশ্চিম দিকের অঙ্গরাজ্যগুলিতেও ভালো ফল করছেন এবং জিতবেন।
CoinWan Latest Banlga Newspaper