শিশুর জীবনে সফলতায় কী করা প্রয়োজন, অনেক মা-বাবাই তা জানেন না। শিশুর জীবনকে সফল করতে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিচে তুলে ধরা হলো:
এক. আপনার শিশুকে প্রতি সপ্তাহের অগ্রগতি পর্যালোচনা করা শেখান।
দুই. পরিবারের সদস্যদের সঙ্গে থাকার বিষয়টি শিশুকে শেখানো খুবই প্রয়োজনীয়। ভবিষ্যতে সে যেন কোনো বিপদে পড়লে তাদের সহায়তা নেয় সে বিষয়টি নিশ্চিত করুন।
Read More News
তিন. টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুরা যেন দৈনিক এক ঘণ্টার বেশি সময় ব্যয় না করে সেজন্য শিক্ষা দিন। ভিডিও গেমস ও মোবাইল ফোনে সে যেন দিনে এক ঘণ্টার বেশি সময় ব্যয় না করে।
চার. সুস্থ মস্তিষ্কের জন্য শারীরিক অনুশীলনের প্রয়োজনীয়তা রয়েছে। এ কারণে আপনার শিশুকে প্রতিদিন এক ঘণ্টা দৌড়াদৌড়ি বা খেলাধুলা করতে দিন।
পাঁচ. শিশুর ভুল হতেই পারে। আর সে ভুলগুলোতে সে যেন হতাশ না হয়, সে জন্য তাকে প্রয়োজনীয় শিক্ষা দিতে হবে। ভুল মেনে নেওয়ার পাশাপাশি এক ভুল যেন বারবার না হয় সেদিকে তাকে সতর্ক হওয়ার শিক্ষা দিন।
CoinWan Latest Banlga Newspaper