আমেরিকার সবচে বয়স্ক প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের গোপন প্রেমের কথা ফাঁস করেছেন সার্বিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইভান ডেসিস।
তিন বছর আগে ব্যবসার সূত্রে ডেসিসের সঙ্গে দেখা হয় ট্রাম্পের। তখন তিনি তার মনের কথা জানিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রীকে। টেনিস থেকে অবসর নেওয়া এক তারকা খেলোয়াড় অ্যানা ইভানোভিচকে ভালো লেগেছিল ট্রাম্পের। সার্বিয়ান টেনিস সুন্দরীর রূপে এতোটাই মুগ্ধ ছিলেন ট্রাম্প যে পনের মিনিটের সাক্ষাতের সব সময়টাই তিনি ইভানোভিচকে নিয়েই কথা বলেছিলেন।
Read More News
ডেসিস অারও জানান, ট্রাম্প নাকি বলেছিলেন, ইভানোভিচই তার জীবনে দেখা সেরা সুন্দরী।
২০১৪ সালে ইভানোভিচ টুইটারে ট্রাম্পের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “মিটিং উইথ দ্য বস”। ২৯ বছর বয়সী ইভানোভিচ অবশ্য বর্তমানে বিবাহিত। বিশ্বকাপ জয়ী জার্মান ফুটবলার বাস্তিয়ান সোয়াইনস্টাইগারের স্ত্রী তিনি।
CoinWan Latest Banlga Newspaper