ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ‘ফ্রিডম’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী চলাকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারার ব্যাগ চুরি হয়। সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনাকে দেশের জন্য লজ্জা হিসেবে আখ্যা দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রদূতের ব্যাগ চুরি যাওয়ার ঘটনায় হইচই শুরু হয়েছে।
চারুকলায় আয়োজিত ওই প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত। অনুষ্ঠান চলাকালে ভ্যানিটি ব্যাগ রাষ্ট্রদূত লিওনি কুলেনারার চেয়ারে রেখে মঞ্চে যান। তখনই তার ব্যাগটি চুরি যায়। কুলেনারার ব্যাগের মধ্যে দু’টি ফোন ও প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিল বলে জানা গেছে।
CoinWan Latest Banlga Newspaper