ব্রাজিলের ৩১ বছর বয়সী পাওলো গাব্রিয়েল ডা সিলভা ও কাটেছিয়া লিউ হোসিনোর আট বছরের প্রেম গড়িয়েছে বিয়েতে। আনন্দময় হয়ে উঠেছে ব্রাজিলের এই দম্পতির মধুর সময়। বিশ্বে তারাই এখন সব থেকে ছোট বিয়ে করা জুটি। তাদের নাম এখন গ্রিনেজ বুকে।
ব্রাজিলের ৩১ বছর বয়সী পাওলো গাব্রিয়েল ডা সিলভা বারোসের উচ্চতা ৩৫ দশমিক ৫৪ ইঞ্চি এবং তাঁর ২৮ বছর বয়সী স্ত্রী কাটেছিয়া লিউ হোসিনো বারোসের উচ্চতা ৩৫ দশমিক ৮৮ ইঞ্চি।
গ্রিনেজ বুকে এই জুটির আগে ব্রাজিলেরই নাগরিক ডগলাস মেইস্ট্রি ব্রেগার ডা সিলভার এবং তাঁর স্ত্রী ক্লাউডিয়া পেরেইরা রোছা ছিলেন বিশ্বে সব থেকে ছোট দম্পতি।
Read More News
বারোস দম্পতি দীর্ঘ প্রায় আট বছরের প্রেমের সম্পর্ক শেষে আনুষ্ঠানিক বিয়ের পর পেয়ে যান বিশ্ব রেকর্ড।