মঙ্গলবার দুপুর ২টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পাটুরিয়ার ড্রেজিং চ্যানেল এলাকায় হাসনাহেনা ও কোপতি দুই ফেরির সংঘর্ষে বাসযাত্রী সাজেদা খাতুন নিলা (২২) নামের এক তরুণী নিহত হয়েছে। নিহত সাজেদা গোপালগঞ্জের মকসেদপুর উপজেলার লোহা গ্রামের আবুল কালাম মুন্সীর মেয়ে।
Read More News
জানা গেছে, পদ্মা নদীর দৌলতদিয়া ফেরী ঘাট থেকে পাটুরিয়া উদ্দেশে ছেড়ে আসা কোপতি ফেরির সঙ্গে পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে রওনা করা হাসনাহেনা ফেরীর সাথে সংঘর্ষ হয়। পাটুরিয়া ঘাট থেকে হাসনাহেনা ছাড়ার প্রায় ৫ মিনিটের মধ্যে ফেরির চ্যানেল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
CoinWan Latest Banlga Newspaper