পরীমণি বলেন, টাইট শিডিউলের মাঝেও ‘ধূমকেতু’ ছবির কাজ শেষ করেছি। জ্বর নিয়ে রাতের বেলাও শ্যুটিং করেছি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে মুক্তি পাবে ছবিটি। কিন্তু ছবির পোস্টার দেখে এখন আমি পুরোপুরি আশাহত। পোস্টার দেখার পর এই ছবি নিয়ে আমি আর কোনো আগ্রহ দেখাতে রাজি নই। এমনভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করলেন পরীমণি।
Read More News
ধূমকেতু ছবির একটি পোস্টারে তামিল ছবির নায়িকা কাজল আগারওয়ালের ছবির মাথা কেটে সেখানে বসানো হয়েছে পরীমণির চেহারা। এরপর পরই শুরু হয়েছে সেই পোস্টার নিয়ে বিতর্ক। এ প্রসঙ্গে পরীমণি বলেন, এতো কষ্ট করে শেষ পর্যন্ত এই উপহার দিলো প্রযোজক ও পরিচালক।
CoinWan Latest Banlga Newspaper