দেশবাসীর কাছে দোয়া চেয়ে খাদিজা

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিস দীর্ঘদিন পর আজ হাসিমুখে কথা বলেছেন। শনিবার দুপর ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন তিনি।
Read More News

সংবাদ সম্মেলনে খাদিজার বর্তমান শারীরিক অবস্থা জানান স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সহযোগী পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিন। তিনি জানান, খাদিজা নিজে এখন খেতে পার, লিখতে পারে। এ সময় খাদিজা হাসিমুখে কথা বলেন। পুরোপুরি সুস্থ হতে দেশবাসীর কাছে দোয়া চেয়ে খাদিজা।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজে বিএ (পাস) পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় ছাত্রলীগ নেতা বদরুল খাদিজাকে উপর্যুপরি কুপিয়ে আহত করেন। এ ঘটনায় হামলাকারী বদরুলকে জনতা গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে।

গুরুতর আহত খাদিজা এতদিন ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্ট এ চিকিৎসাধীন ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *