সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ছিল শনিবার। এ পরীক্ষাকে টার্গেট করে সুদূর বগুড়া থেকে এসেছিল একটি জালিয়াত চক্র। উদ্দেশ্য পরীক্ষা হলে বসে প্রশ্নপত্র ফাঁস করা।
সাধারণ ক্যালকুলেটারই জালিয়াতির মাধ্যম। এই ক্যালকুলেটারের ভেতরেই বসানো হয়েছে মোবাইল সিম কার্ড, যার মাধ্যমে পরীক্ষা হলে বসেই বাইরে থেকে পাওয়া যায় সব প্রশ্নের উত্তর এবং পরীক্ষা হলে বসে প্রশ্নপত্র ফাঁস করা সম্ভব। কিন্তু পুলিশের গোয়েন্দা তৎপরতায় ভেস্তে গেছে সেই চক্রের উদ্দেশ্য, ধরা পড়েছে চক্রের দুই সদস্য।
জালিয়াত চক্রের আটককৃত দুই সদস্য হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ও বগুড়ার গুগল কোচিং সেন্টারের শিক্ষক ইশাদ ইমতিয়াজ হৃদয় এবং শাবির ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ছাত্র, ছাত্রলীগকর্মী আল আমিন। এ চক্রের মূল হোতা গুগল কোচিং সেন্টারের পরিচালক আবির ওরফে জিহাদকে আটক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Read More News
CoinWan Latest Banlga Newspaper