আওয়ামী লীগ ২৫৮ জনকে নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছে। জোটের শরিকদের ১৬ জনের নামের তালিকাও দিয়েছে। এঁদের মধ্যে ১৪ জনকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বাকি দুজন জাতীয় পার্টির (জেপি) দলীয় প্রতীক বাইসাইকেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Read More News
আওয়ামী লীগ তাদের জোটের মধ্যে ওয়ার্কার্স পার্টিকে ৫টি, জাসদকে ৩টি, বিকল্পধারা বাংলাদেশকে ৩টি, তরিকত ফেডারেশনকে ২টি, বাংলাদেশ জাসদকে ১টি ও জাতীয় পার্টিকে (জেপি) ১টি আসন ছেড়ে দিয়েছে। এ ছাড়া মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ২৯টি আসন দিয়েছে আওয়ামী লীগ। তবে এই ২৯টির মধ্যে কুড়িগ্রাম-১ ও বরিশাল-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী রয়েছে।
৩০০ আসনের মধ্যে তিনটি আসনে আওয়ামী লীগ ও জোটের একাধিক প্রার্থী আছে। এই তিনটি আসন হলো কুড়িগ্রাম-১, কুড়িগ্রাম-৪ ও বরিশাল-৩। কুড়িগ্রাম-১ আসনে আওয়ামী লীগ তাদের দলের মো. আছলাম হোসেন সওদাগরকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। ওই আসনটি আবার মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির এ কে এম মোস্তাফিজুর রহমানকেও দিয়েছে। কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগ তাদের সাবেক সাংসদ মো. জাকির হোসেনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। আবার আসনটি জেপির বর্তমান সাংসদ রুহুল আমিনকেও মহাজোটের প্রার্থী হিসেবে দিয়েছে। জাকির হোসেন নৌকা ও রুহুল আমিন বাইসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই আসনে জাতীয় পার্টির মেজর (অব.) আশরাফ উদ দৌলা লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বরিশাল-৩ আসনে আওয়ামী লীগ তাদের দলের কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি। আসনটি জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির টিপু সুলতানের জন্য ছেড়ে দিয়েছে। এর মধ্যে এক টিপু লাঙ্গল, আরেক টিপু নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।