বিদ্যুৎ রায়-এর রচনায় সম্প্রতি শেষ হয়েছে থ্রিলার ধর্মী টেলি ছবি ‘টার্গেট’। টেলি ছবিটি নির্মাণ করেছেন মেহেদী হাসান ঈসা।
এই টেলি ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ইমন, পিয়া বিপাশা, বরদা মিঠু, তানিয়া বৃষ্টি সহ আরও অনেকে।
Read More News
এর আগে মেহেদী হাসান ঈসা আরও দুটি টেলিছবি- ‘বিসর্জন’ ও ‘জিনিয়াস’ নির্মাণ করেছেন। সব কটি টেলিছবির প্রযোজনা প্রতিষ্ঠান ‘দোয়েল মাল্টিমিডিয়া’।