সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
হিরো আলমের করা রিটের শুনানি শেষে আজ সোমবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হিরো আলমের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট কাওছার আলী।
এর আগে গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন হিরো আলম।
Read More News
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন হিরো আলম। কিন্তু দলটির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তা। হিরো আলমের মনোনয়নের সমর্থনে ১০ জন ভোটারের স্বাক্ষরে গরমিল থাকার অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল করেন তিনি। এরপর মনোনয়ন ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন তিনি। গত ৬ ডিসেম্বর ইসি তাঁর আপিল নামঞ্জুর করে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত বহাল রাখে। পরে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করেন হিরো আলম।