জয়া অভিনীত ‘বৃষ্টি তোমাকে দিলাম’ ছবির ট্রেইলার মুক্তি

জয়া অভিনীত ‘বৃষ্টি তোমাকে দিলাম’ ছবির ট্রেইলার শনিবার মুক্তি পেয়েছে। জয়াকে ট্রেইলারে ভিন্ন ভিন্ন কয়েকটি রূপে দেখা যায়।

ছবির ট্রেইলার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করে জয়া লিখেছেন, ‘বৃষ্টি সবসময় রোমান্টিক হবে, তা কিন্তু নয়। ‘বৃষ্টি তোমাকে দিলাম’ ছবিতে তাঁকে মানসিক রোগীর চরিত্রে দেখা যাবে। অর্ণব পাল পরিচালিত টলিউডের এই ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অংশুমান প্রত্যুষ।
Read More News

এর গল্পে দেখা যাবে, জয়া আহসান ব্যক্তিত্বের বিকার সমস্যায় ভোগে। মনোচিকিৎসকের পরামর্শে বাসা থেকে বাইরে ঘুরতে বের হয় সে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এভাবে এগিয়ে যায় ছবিটির গল্প।

জয়া আহসান ছাড়াও ছবিটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী, বাদশা মৈত্র, সুব্রত দত্ত, তনুশ্রী চট্টোপাধ্যায়, রাজেশ শর্মা প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *