মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘স্যাটারডে আফটারনুন’, যার বাংলা নাম ‘শনিবার বিকেল’ আজ সেন্সর বোর্ডে প্রদর্শন হচ্ছে।
‘শনিবার বিকেল’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন অস্কার মনোনীত ‘ওমর’ চলচ্চিত্রের অভিনেতা ইয়াদ হুরানি এবং বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও জাহিদ হাসান, মাহমুদুজ্জামান বাবু। এ ছাড়া আরো অভিনয় করেছেন পরমব্রত, ইরেশ যাকের, ইফতেখার দিনার, গাউসুল আজম শাওন ও আনোয়ার হোসেন।
Read More News
জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, মার্চ মাসে ‘শনিবার বিকেল’ মুক্তির পরিকল্পনা আছে আমাদের। তার আগে সেন্সর হলে মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করব।
হলি আর্টিজানের ঘটনা নিয়ে এই চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। তবে এ বিষয়ে ফারুকী নিশ্চিত করে কিছু জানাননি। বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনার এই চলচ্চিত্রে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, কলকাতার শ্যাম সুন্দর দের পাশাপাশি ছবিয়ালও প্রযোজকের দায়িত্বে রয়েছে।