সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী অহনা রহমান। আহতাবস্থায় তাকে রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Read More News
গত ৮ জানুয়ারি অহনা তার খালাতো বোনকে সঙ্গে নিয়ে উত্তরায় নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হন। উত্তরার কাবাব ফ্যাক্টরী থেকে কিছুটা সামনে ৭ নম্বর সেক্টরের পূর্ব মাথায় একটি পাথর বোঝাই ট্রাক সজোরে ধাক্কা দিয়ে অহনার প্রাইভেটকারের ক্ষতি করে। অহনা নিজের কারের ক্ষতি দাবি করে ট্রাক ড্রাইভারকে নামতে বললে আবারও অহনার কারটিকে জোরে ধাক্কা দেয় চালক, অহনাকে ফেলে দেয়। রাস্তায় থাকা পাথরের উপর অহনা ছিটকে পড়ায় গুরুতর আহত হন। পরবর্তীতে উত্তরা পশ্চিম থানার পুলিশের সহযোগিতায় ট্রাকটিতে আটকানো হয়।
উত্তরা থানায় মামলা করেছেন যার নং ২৩০(৫}১। এরইমধ্যে ট্রাকের মালিক পক্ষ থেকে অহনা ও তার পরিবারকে নানান হুমকি দেয়া হচ্ছে বলে জানান অহনা।