‘ঢাকা অ্যাটাক’ ছবির বহুল আলোচিত নির্মাতা দীপংকর দীপন নির্মাণ করছেন চলচ্চিত্র ‘ঢাকা ২০৪০’। একেবারে অভিনব এই ছবিটি ফিউচারিস্টিক সোশ্যাল ড্রামা। ছবিটির জন্য ইতোমধ্যে চলচ্চিত্রের তিন জনপ্রিয় মুখ বাপ্পি চৌধুরী, নুসরাত ফারিয়া ও নুসরাত ইমরোজ তিশা চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী ২০শে জুন ঢাকার একটি অভিজাত ক্লাবে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে ছবিটির মহরতে জানানো হবে তাদের চরিত্রের পরিচয়।
Read More News
স্টুডিও এইটের ব্যানারে ছবিটি নিয়ে দীপন বলেন, ছবিটি নির্মাণ একটা নতুন চ্যালেঞ্জ। তবে আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আশা করি ভালো কিছুই হবে।