অমিতাভ বচ্চনের নাতনি নাভিয়া নাভেলি নন্দা খবরের শিরোনাম হবেনই। এখনো কোনো সিনেমা বা বিজ্ঞাপনে দেখা যায়নি নাভিয়াকে, তবু এরই মধ্যে অন্যতম সেলিব্রেটি হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর রয়েছে অগণিত ভক্ত অনুরাগী।
Read More News
নাভিয়া যে ফিটনেস সচেতন, তা জানেন তাঁর সোশ্যাল মিডিয়ার ভক্তরা। এবার তাঁর ফিটনেসের রহস্যও উন্মুক্ত হলো। একটি ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে, যেখানে এ তরুণীকে নিউইয়র্কের ফুটপাতে ব্যায়াম করতে দেখা যাচ্ছে।
নিজের ইনস্টাগ্রাম পেজে ভিডিওটি শেয়ার করেছেন নাভিয়া নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাশট্যাগ ফিটনেস।’ তাঁকে জিম বল খেলতে দেখা যাচ্ছে। পরেছেন জিম পোশাক। ২২ বছরের নাভিয়া এখন নিউইয়র্কের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।