১৯ জুন তুরস্কের বোদরুম শহরে টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের বিয়ের অনুষ্ঠান। রবিবার বিয়ের আমন্ত্রণপত্রের ছবি প্রকাশ্যে এসেছে। বিয়ের আমন্ত্রণপত্রেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। এটি ডিজাইন করেছেন মুম্বাইয়ের এক শিল্পী।
Read More News
নুসরাতের হবু বর নিখিল জৈন পেশায় বস্ত্র ব্যবসায়ী। আর সেই কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে এই বিশেষ কার্ড। গোল আকৃতির সেলাই করা কাঠের ফ্রেম। তার মাঝেই হবু দম্পতির নাম দিয়ে লেখা আমন্ত্রণ বার্তা। ভিন্ন রঙের সুতো দিয়ে সেলাই করা ফুলের মাঝেই আমন্ত্রণপত্রে ফুটে উঠেছে নিখিল-নুসরাতের ছবি।
কার্ডের শুধু একটি পাতাই প্রকাশ্যে এসেছে। সেখানে পরিষ্কার গোটা গোটা অক্ষরে লেখা তাদের রিসেপশন ৪ জুলাই। সময় সন্ধ্যা সাড়ে ৬টা।
কলকাতায় আইটিসি রয়্যাল বেঙ্গলে হবে রিসেপশনের অনুষ্ঠান। নিখিল-নুসরাত দু’জনেই সাজবেন ডিজাইনার সব্যসাচীর পোশাকে।